আবছায়া কাঁচে কথার কোলাজ
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় হারাতে চাইছে....
হেরে যাওয়া আজ!
এমন তো কথা ছিল না....


সময় বলে এই নাকি সেই
অতীব সভ্য সমাজ,
তবে কেন রন্ধ্রে রন্ধ্রে অনুক্ষণ জমে
বিন্দু বিন্দু লাজ?
সময়জুড়ে মানবতা চাতকসম চায়
ওরা কারা মুখোশধারী...
সাম্যের গান গায়?
বেঁচে আছে লক্ষ মানুষ
শুধু বেঁচে থাকার দায়!
নারীর কান্না শিশুর রক্তে
নিত্য বাড়ছে পাপ,
সৃষ্টির বুকে অঝোর ধারায়
এ কোন অভিশাপ...?


অমা-রাত্রি নামা দ্বারে...
সময় যে আজ ফিরে আসে বারে বারে
দাবী করে সমাধান,
অবলীলায় আঙুলগুলো
উঠছে শুধু পরের দিকে...
কই,কেউ তো আজও চেষ্টা করে না....আপ্রাণ!