নীলিয়ে দিলাম নীল বেদনা
আজকে আকাশনীলে,
সুখ পাখিটা মনের সুখে
গাইছে জীবন ডালে!
সাতসকালে ব্যালকনিতে
একফালি রোদ্দুর,
মনমাতানো শিউলি বাসে
বাতাসটা ভরপুর!
ওই দূরেতে নীলের বুকে
দুলছে সাদা কাশ,
পাপড়িগুলো মেলছেতো বেশ
সদ্য ফোঁটা আশ!
রঙ না দিতেই ক্যানভাসেতে
নানা রঙের খেলা,
বলছে অলি দেখবি রে আয়
ফুলবাগানে মেলা!
মন যে আমার মনের ঘরে
রয় না বাঁধা আর,
সাধ জেগেছে ডানা মেলে
আকাশটা ছোঁয়ার!