তুমি অপরাধী
ঘৃণ্য তোমার অপরাধ...
ভাবছ মনে,
তবুও কেন ধরেছি তোমার হাত?


জগত তোমায় বলে পাপী
করেছ তুমি পাপ,
অপরাধ তোমার শিরা উপশিরায়
নেই কোনো তার মাফ!
হয়তো তোমার ও মনে কোথাও
নেই কোনো সন্তাপ!
অবাক তুমি ভাবছ জানি,
তবুও আমি আজ অবেলায়
করছি কেন বিলাপ?


এসেছি তোমায় নিয়ে যেতে আজ
আলোর ঠিকানায়,
পাখিরা যেখানে নবীন প্রভাতে
জীবনের গান গায়!
হৃদ মাঝারে ডুব দিয়ে আজ
দেখোনা একটিবার,
অনুতাপের আগুনে সে আজ
হচ্ছে যে ছারখার!
পুড়ছে তোমারও মন যে কোথাও
আশা আজও কিছু বেঁচে,
জীবন আকাশে অমানিশা আজ
চাঁদকে কোথাও খোঁজে!


যদি পারো কান পেতে শোনো
অন্তর গহীনে,
ডাকছে তোমায় চেতনা,বলছে
নবরূপে শেখাব তোকে আজ
জীবনের মানে!


নতুনে প্রভাতে অরুণ আলোক
তোমার পথটি চেয়ে,
বাইব তোমার জীবন তরী
ভালোবাসার গান গেয়ে!