"কবে যে কোথায় কী যে হল ভুল"...
সাজানো বাগানে আজ ঝরে গেছে ফুল!
প্রজাপতি ফি্রে যায় এক বুক নিরাশায়
অলিদের গুঞ্জন থেমে যায় হতাশায়!
যায় না তো শোনা আর পাখিদের গান
সবুজেরা বলে যেন যায় যাক প্রাণ!


একফালি রোদ এসে করে তবু ইশারা
বাড়বে ভুলের বোঝা হলে ওগো দিশেহারা!
ভুল করে কত ভুল হয়ে যায় জীবনে
তাই নিয়ে দিবানিশি বিলাপের কি মানে!
ফুটবে আবার ফুল কোনো এক প্রভাতে
সততার দৃঢ়তা সদা যদি থাকে সাথে!