আমি হতে পারিনি আধুনিকা
কোন সে অমোঘ টানে জানিনা
পুরোনোকে ফিরে দেখা!
অচেনা সময়ের ভাঁজে
মন সেই চেনা খোঁজে,
সভ্যতার নামে কেন আজ
রাঙা হতে হয় লাজে?


জানি,এ যুগে আমি অচল
আধুনিকতার বিদ্রূপে আজ
অধ্যুষিত মনোবল...!
ফেলে আসা দিনে হারানো সময়ে
মন বলে,আমায় নিয়ে চল!
যুগের হাওয়ায় উড়ব বলে
মেলেছি তো ডানা বহুবার,
ক্লান্ত ডানায় প্রাচীনের ভার
পিছু ডাকে ওরা বার বার!


আমি হতে পারিনি আধুনিকা,
আধুনিকতার নজর এড়িয়ে
পুরোনোকে ফিরে দেখা....!