কবিতার হাত ধরে হেঁটে যাব পথ
দূর থেকে সুদূরে...
পাড়ি দেব অজানা ঠিকানায়
ইচ্ছেরা ইচ্ছেগুলো,
কানে কানে বলে আমায়!
চলব পথ কাল থেকে মহাকালে
সুখময় স্মৃতি যতো পিছনের পথে ফেলে,
দিয়েছে যা কিছু ব্যথা...
সবকিছু যাব ভুলে!


হেঁটে যাব পথ...
শুধু কবিতার হাত ধরে
জন্ম থেকে জন্মান্তরে,
জীবন মরণের সীমানা ছাড়িয়ে
অনন্তের পথ ধরে!
আমি তো বেশ স্বপ্ন দেখি
দিবানিশি দু'চোখ ভরে!


এখনও শুধু জানতে বাকি...
কবিতার মনের কথা,
আমায় নিয়ে ও'মনে
কতো আছে দ্বন্দ্ব দ্বিধা!


সে কখনো নেবে কি আমায়
দু'হাত বাড়িয়ে আপন করে?