আমি যে এক ঝরা পাতা
শূন্য আমার মনের খাতা।
নেই কোনো আর ঠিক ঠিকানা
জীবন আমায় আর খোঁজে না।
থাকি পড়ে হেথায় হোথায়
আর ভিজি না কোনো ব্যথায়।
প্রয়োজনহীন অসাড় সময়
শেষ বেলা যে ডাকছে আমায়!


বাতাস তবু দয়া করে বলে এসে কানে
আয় চলে আয় এদিক ওদিক উড়বি আমার সনে।
পথভোলা এক দুখী পথিক কখনও আমায় তোলে
একলা ক্ষণে আনমনে তার ব্যথার কথা বলে।
বুক ফাটে তবু মুখ ফোটে না পড়লে পদতলে
মন্দ ভালোয় এলোমেলো জীবন বয়ে চলে।
ভয়ে থাকি পাছে আমায় কেউ ভাবে জঞ্জাল
দহন জ্বালায় শেষ ব্যথাটি সইবে জীবনকাল!