মন রে...
সে যে যেতে চায়!


যেতে দাও!


কাজটা কি কঠিন নয়?


ভেবে দেখো...
শেষবেলায় কী রয়,
জীবন যে মায়াময়!


ও সব তো তত্ত্ব কথা...
বাঁচা কি যায়
বুকে নিয়ে ব্যথা?


যা কিছু তোমার নয়
তাকে কি বাঁধা যায়?
নাকি বাঁধনে বাঁধলে তারে
সে তোমার হয়!


হৃদয় যে কাঁদে!


ও যে আছে বাঁধা পড়ে
আবেগের ফাঁদে!
বোঝাও ওকে...
আগামী যে ডাকে,
চলে যেতে চায় যে...
যেতে দিতে হয় তাকে!


অগোচরে সজল নয়ন
বিহ্বল মন...
যেতে যেতে কেন তবে
পিছু ফিরে দেখে?