কবিতা তো অনেক লিখেছ কবি
নিজের জন্য....গুণী ও জ্ঞানীর জন্য,
সমাদৃত তুমি ও তোমার কবিতা
অবিরত হয়ে চলেছ ধন্য!


কোনো একদিন অবকাশে
একটা কবিতা লিখো,
মনহরা হৃদয় ছোঁয়া
অবলীলায় সেই কবিতায়
হারিয়ে যাওয়া পাঠক...
নিজেকে মনে করবে ধন্য!
অনায়াসে দেবে ডুব...কাব্যের অতলে
খুঁজে পাওয়া মুক্তো,
মনের মণিকোঠায়....সযত্নে রাখবে তুলে!


একটা কবিতা অবশ্যই লিখো কবি
শুধুমাত্র পাঠকের জন্য....!



(কবি....কোনো বাস্তব চরিত্র নয়,
সবটাই কাল্পনিক)