হতে পারে সাগর তুমি বিশাল
তোমার আছে জলরাশি উত্তাল
ঐশ্বর্য্যের অপার ভান্ডার...বিস্মিত স্বর্গ মর্ত্য পাতাল,
তবু, নদী এসে ধরা না দিত যদি
মোহনার কথা কেউ কি বলতো?
বিষন্ন কবি বালুকার তটে
অন্ত্যমিলের রূপকথাদের আর কি ছন্দে বাঁধত?