শুভ,"চিনতে পারছ? নাকি শুধুই কুয়াশা"?
তোমায় কিছু বলব বলে অপেক্ষায় আছি কয়েকটা বছর।
সেদিনও পারতাম না,আজও অবশ্য শিখিনি কীভাবে গুছিয়ে মনের কথা বলতে হয়,
তবু অনেকটা যত্নের সাথে এলোমেলো কিছু শব্দের ডালি সাজিয়ে
কাগজ ও কলমের মেলবন্ধন ঘটাতে চলেছি অধীর আগ্রহে।
কুয়াশা ভেদ করে খানিকটা এগিয়ে এসো বন্ধু
তোমায় কিছু বলবে বলে অবিরাম ঢেউ তুলছে আমার রচিত একলা বিষাদ-সিন্ধু।


মনে পড়ে? পাহাড়ের কোল ঘেঁষে শহর থেকে একটু দূরে উত্তরের পুরোনো ক্যাম্পাস?
সেই তো শুরু....ভুলতে পারিনি,
পূর্ণতা পেতে তৎপর আজ আমার অপটু লেখনী।
তুমি খুঁজছিলে অন্য ঠিকানা....জানতাম কখনো আমার হবে না
স্বার্থপর হতে বলেছিল যে আগাছাগুলো
গোড়া সমেত উপড়ে ফেলেছি তাদের।
ভালোবাসা মানে অধিকার বোধ নয়
নয় সবটা বুঝে নেওয়া....
ভালোবাসা মানে মুক্ত আকাশ অবাধ ডানা বেহিসাবী উড়তে দেওয়া!


আমায় বুঝি অনেকটা ভালোবাসেন ঈশ্বর
তাইতো এবার ভাঙতে হবে....তাসের ঘর!
স্মৃতিপট ঘেঁটে 'অদিতি' নামটা যদি মনে পড়ে,
পথ চিনে ঠিক পৌঁছে যেও ভগ্ন তাসের ঘরে।
খুঁজে নিও কিছু খামহীন চিঠি তোমার নামে লেখা,
চেনা স্পর্শে ওরা পার হবে মুক্তির সীমারেখা!
আমি থাকব না,আর বলব না, সুযোগ আর তো পাব না,
তোমায় ছুঁতে জানি পার হতে হবে দূরত্ব আলোকবর্ষ,
আজ তবু বলি দ্বিধাহীন....
বহু পথ ঘুরে আজও কেন যে তোমার নামেই অনুভূত হয় "প্রথম প্রেমের স্পর্শ"!