জীবন যখন কাব্যময়
কবিতা তখন আমার নয়...


কখনো জীবন মন কেমনের
হাজার কথা কয়,
ঠিক তখনই কবিতা যেন
আমার হতে চায়...!
যে কথা যায় না বলা
অগোছালো সারা বেলা....
কবিতার ডাকে সাড়া দিয়ে তবু
স্বস্তির পথ চলা!
ঠিকানা হারিয়ে সীমানা ছাড়িয়ে
দিশাহীন মন অজানায়,
কবিতার সাথে দেখা হয়ে যায়
চেনা সে পথের সীমানায়!


কবিতা কবিতা কবিতা
আঁধার মনের সবিতা,
অস্থির মনে পেলব আবেশে
আনে সেতো সুখ বারতা!


নীরব একাকী চলাচল...
পথের সাথীকে চিনে নিতে নিতে
হঠাৎ সে পথে কোলাহল,
কবিতার হাতে হাত
কেটে যায় দিন রাত...
ক্লান্ত সিক্ত রিক্ত মনেতে
ফোটে যেন শত শতদল...!