জীবনের হাত ধরে আজ আমি সুদূরের ঠিকানায় -
তোমার স্নেহের আঁচল তবু ছুঁয়ে থাকে আমায়!


ব্যথা পাই আজও...কান পাতলে শোনা যায়
অবচেতন শিশু মনের চাপা কান্না!
ব্যাকুল হৃদয়ে খুঁজে ফেরা মমতার স্নিগ্ধ পরশ,


তোমার মতো করে কেউ বোঝে না মা..…!


দিশেহারা জীবন পাতায়
আছড়ে পড়ে কালবৈশাখী কখনো অঝোর শ্রাবন ধারা
বেতার তরঙ্গে ভেসে আসে কন্ঠস্বর,
'সব ঠিক হয়ে যাবে...ঈশ্বর আছেন
এ যেন রাত্রির সীমানায় ভোরের ঠিকানা!


তোমার মতো করে কেউ বাঁচতে শেখায় না মা..!


জীবন পথে শুভ পদক্ষেপ -
যেন দু'পা পিছিয়েই থাকে তোমার আশীষ বিনে...!
তুমি আছো শিক্ষায় চেতনায় ভাবনায়, জীবন সাধনায়!


একলা নির্জনে স্মৃতি মন্থনে হাতড়ে বেড়াই
তোমার উজ্জ্বল হাসি মুখ!
প্রাপ্তি...স্বর্গীয় অনুভূতি,জীবনের পরম পাওয়া...!


আমার জগতের শ্রেষ্ঠ আসন তোমার জন্যে মা...
প্রণমি তোমায় শতবার দিনে নিবেদিত প্রাণ তোমার চরণে!