আকাশটাতে মেঘ করেছে খুব
একলা নিবিড় আমিও ভীষণ চুপ,
মিশছে ধূলোয় শব্দ এলোমেলো
ভাব সাগরে সেই তো চেনা ডুব!
দূর আকাশে হয়তো দামাল ঝড়
ভাঙছে বুঝি তাসের কোনো ঘর,
অন্য কোথাও আপন হলো পর
সুখের সাথী দুঃখ জীবনভর!
করছে শাসন সময়কে আজ কালো
পথ চেয়ে চোখ, আসল বুঝি আলো!
জ্বলছে হৃদয় পুড়ছে ভাঙা মন
খড়কুটো সেই ব্যর্থ আয়োজন!
গুনছে প্রহর উদাস বাউল ক্ষণ
বৃষ্টিকে আজ ভীষণ প্রয়োজন!
প্রশ্ন চোখে শব্দেরা নিশ্চুপ
বৃষ্টি জানে,মেঘ করেছে খুব?