বসন্তের পটে বর্ষার
অপ্রত্যাশিত তুলিটান....
মন্দ নয়!
যেতে যেতে শীতের মনে,পিছুটান
...ফিরে দেখা!
আবেগ ছুঁয়ে মেঘের আনাগোনা
কোথাও কোনো উদাস মন
আরও একটু আনমনা,
দূর আকাশের শ্যামলা কোণে
অবাধ ডানা মেলছে বুঝি
কবির মুক্ত ভাবনা!
গাছের পাতা নাড়ছে মাথা
হিমেল হাওয়ায় মন বাউল,
জল ছুঁয়ে এক ছোট্ট কুঁড়ি
ভাবছে কবে হবো ফুল!
বদলে যাওয়া যাপন জুড়ে
জীবন যদি বেসামাল,
নিসর্গ যে শেখায় তখন,
কেমন করে গানের সুরে
বেঁচে থাকে ছন্দ-তাল!