পার্থক্য শুধু একমুঠো নীলের...
ছন্দোবদ্ধ আকাশ-সাগর,
কৃতিত্ব অন্ত্যমিলের!
আকাশনীলে ছড়ায় রবি
নিত্য সোনার আলো,
ঝিলমিল ওই সাগরনীলে
কতো যে মন হারালো!
বিশালতা উদারতা,রঙবাহারের প্রতিযোগিতা...
ছিটেফোঁটা আগ্রহ নেই কারও,
আজ,সাগর সন্নিকটে
দিগন্ত দেখার অবকাশ,আমারও!
সৃষ্টির আদি থেকে সমান্তরাল পথ চলা
তবু,কোথায় যেন অদম্য প্রয়াস
দিগন্তরেখায় রচনা করবে ওরা...মিলনমেলা!
বাঁধা পড়ে আছে নীল দিগন্তে
অটুট সখ্যতা,
আকাশ সাগর অরুণ যেখানে
ছড়ায় মহানুভবতা!
অবাধ ডানা মেলছে সেখানে
কবিরও মুক্ত ভাবনা,
একমুঠো নীলে মিশে আছে যেন
ভাষাহীন কতো বেদনা!
অশ্রু ঝরায় অব্যক্ত নীল...
সাগর বুঝতে দেয় না!


মানুষ কেন যে প্রকৃতির মতো
জীবনের মানে বোঝে না...!