প্রতিদিন সকালে আরশি বলে...
বলিরেখা বাড়ন্ত!
মনে পড়ে যায়...
এ জীবন নয় তো অনন্ত
হয়তো বা কোন ফাঁকে ছুঁয়ে দেবে প্রান্ত!
জানি....
মুঠোয় বাঁধা সময়,
পৃথিবীকে দিয়ে যাব কিছু....
একটা জীবন কি যথেষ্ট নয়?
কুড়িয়ে নিতে নিতে শুধু
বয়ে গেছে অনেকটা সময়...!
যা কিছু আমার আছে ...
বাঁধা রেখে যাব পৃথিবীর কাছে
চাই না তো বেলাশেষে
জীবনটা হয়ে যাক মিছে...!
ভাবি বসে মনে...
জগতের কল্যানে,
ক্ষুদ্র জীবনখানি
কী করে ঢালব আমি সাঁচে...!