সেদিন ছায়াপথ ধরে হাঁটতে হাঁটতে
পৌঁছে গিয়েছিলাম তোমার সুখের ঠিকানায়,
অজান্তে....!
আগন্তুকের অপ্রত্যাশিত উপস্থিতি...
মোটেই মানতে পারেনি
দরজা জানালাগুলো....
মুখ ফিরিয়ে ছিল ওরা!
বাড়ির সামনের কৃষ্ণচূড়া গাছটা...
হাঁপিয়ে উঠছিল ফুলের ভারে!
জমে থাকা নীরব প্রশ্নেরা...
আজ প্রজাপতি যেন!
ততক্ষণে সূর্য ডোবার পালা,
ঘুরে দাঁড়াতেই...উধাও ছায়াপথ
মুহূর্তে...আঁধার স্বমহিমায়!


মনের আলো জ্বেলে হৃদয়ের পথ ধরে
ফিরে এলাম চেনা ঠিকানায়....
'একান্ত আপন'-এ!
হালকা ফুরফুরে মৃদুমন্দ বাতাসে
দুলছে....নতুন দিনের ভোর!
পাখিদের কন্ঠে আজ অন্য সুর...
এমন করে আগে কেন শুনিনি ওদের?
সোনালী আলোয় মোড়া ঝলমলে দিন,
শুধু আমারই জন্য....
কে যেন রেখে গেছে দরজায়!