নতুন ভোরের রক্তিম স্পর্শে
হরষিত বাতায়ন,
পাখির কূজনে মুখর গগনে
নবীনের আগমন!
স্বপ্ন আবেশে সুখময় আশে
উছলিত মনপ্রাণ,
স্মৃতি বিজড়িত কন্ঠ ধরেছে
জীবনের জয়গান!


মান অভিমান সব ভুলে আজ
আসুক মিলন মেলা,
ভুল থেকে শিখে নির্ভুল হোক
সমুখের পথ চলা!
জাগরিত হোক মানবিক বোধ
প্রতিটি মানব প্রাণে,
ঘুচে গিয়ে কালো আলোময় ধরা
হোক না নতুন দিনে!
মানবতা আজ নাড়ুক কড়া
শূন্য জীবন দ্বারে,
অন্ন বস্ত্রে সুখের পরশ
থাকুক ওদের ঘরে!
হিংসা বিবাদ কলুষ মুক্ত
আসুক স্বপ্ন দিন,
সাম্যের সুরে প্রাণ থেকে প্রাণে
বাজুক হৃদয় বীণ!


শুভেচ্ছার ওই ঝরনা ধারায়
ভিজুক জগতবাসী,
করুণাময়ের অসীম কৃপায়
ধরা হোক হাসিখুশি!



(আসরের সকল কবিবন্ধুকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! করুণাময়ের কৃপায় সবাই খুব ভালো থাকুন!আগামী হোক সুন্দরতম!)