প্রয়োজন মেটাতে আমৃত্যু...
গাছের আন্তরিক আয়োজন,
এ জগতে ক'জন ই বা আছে
তার স্বজন!
বন্ধু ভেবে বাড়ায় ক'জন হাত?
সুযোগ বুঝে অবুঝের দল
সবুজের বুকে হানে আঘাত!


করছে সে জীবন দান প্রতিক্ষণ..নিঃস্বার্থ,
তবুও দিতে হয় বলিদান
অকৃতজ্ঞেরা যখন বোঝে...শুধু স্বার্থ!
বুঝেও বোঝে না ওরা
কেড়ে নেয় প্রকৃতির প্রাণ,
সবুজের মুঠোয় তবু আমরণ
জীবনের জন্য শর্ত-স্বার্থহীন দান,
সৃষ্টির জন্য জীবনভর...নিবেদিত প্রাণ!