তবু তো পেরেছি ক্ষমা করতে
এরপরও ভালোবাসা বিশ্বাসে বাঁচতে চায়
সময়কে নিজের করে আঁকড়ে ধরতে চায়।
অতীতের সুখস্মৃতি আগামীর প্রতি উদাসীন হতে শেখায়,
পরম যত্নে ভাঙা মন জুড়ে মুহূর্তদের আপন করে নেয়।
শুধু কিছু অভিমানী মেঘ
অসময়ে ভিড় করে আসে,
আরও জোড়ে...আরও জোড়ে আঁকড়ে ধরে আবেগ
মুহূর্তকে ভালোবেসে।
যেখানে যা কিছু জমে আছে মেঘ
আরও ভারী হোক...চাই না
হাওয়ার তোড়ে যাক উড়ে যাক বৃষ্টির খোঁজ রাখি না।
বৃষ্টি নামলে জানি মিশে যাব নদীর সাথে মোহনায়
সব কিছু ভুলে চেনা অভ্যেসগুলো
জড়িয়ে ধরে চৌকাঠ পেরোনো পায়।
মেঘ বলে, আমি যাব নাতো উড়ে
দূর থেকে শুধু খেয়াল যে তোর রাখব
যদি তুই চাস কোনো একদিন বৃষ্টি হয়ে ঝরব।
নিয়ে যাব তোকে দূর বহু দূরে এক সুদূরের ঠিকানায়
যেখানে আকাশ মাটি আর ফুল শুধু তোকে ভালোবেসে জীবনকে স্বাগত জানায়।