আমি তো বেশ ছিলাম
সচ্ছন্দ সাবলীল...হাঁটুজলে,
অবগাহনের স্বপ্ন তো তুমিই দেখালে!
বলেছিলে...
সমুদ্র দেখাতে নিয়ে যাবে,
শুষে নিলে সর্বশেষ জলবিন্দু...কেন তবে?


আজ আমার পায়ে পায়ে...
রুক্ষ তপ্ত ধূ ধূ মরুভূমি শূন্যতা!
আমার ভাষাহারা শব্দের
একাই আমি শ্রোতা!
খুঁজতে গিয়ে পথ...
পথ হারিয়ে ফেলি,
অবগাহনের দুঃস্বপ্ন দেখায়...
চোরাবালি!