ওরে কামার্ত অধম,
কীভাবে বোঝালে আর বুঝবি তোরা বল....
নারী মানে, কোনো আঞ্চলিক সীমারেখা নয়
নারী মানে তো...
অনন্তের পথে সীমানা খুঁজতে হয়,
নারী মানে সর্বাগ্রে 'মা'কে বোঝায়!
দশমাস দশদিন ধরে
পেলি অবয়ব পবিত্র মাতৃ জঠরে,
ক্ষণিকের বিকৃত সুখে মজে
ভুলিস তা কেমন করে?
দেখালো যে মা তোকে জগতের আলো
সে কি আগামীর কোনো মায়ের জীবনে
লেপে দিবি বলে কালো?
হেসে খেলে হলি বড়ো যে মাটির বুকে
জন্মভূমি মা সে যে,যত্নে আগলে রাখে,
অকৃতজ্ঞ নরাধম পিশাচের দল...
তোদের নিষ্ঠুর নির্মমতায়
সেই মায়েরই চোখে ঝরে অঝোর ধারায় জল!


অন্যায় করে কেউ কোনোদিন
পার পায়নি ভবে,
তোদেরও জন্যে তাঁর বিচারে
শাস্তি তোলা রবে!
পুড়ে একদিন হবি ছাই তোরা
নারীর রোষের অনলে,
পাপমুক্ত হবেই ধরা.... মরবে পাপীরা দলে দলে!