একি অপূর্ব রোগ দিলে
কবিতা আমায়....


জগৎ যখন গাইছে বেসুরে
মন সুর খুঁজে নেয়,
ঘটছে তেমনই ঠিক যেমনটা
হৃদয় আমার চায়....
মেঘ না চাইতে দিব্যি আকাশ
বৃষ্টি নামিয়ে যায়!
জানি বসন্ত নয় তবু যে
দু'চোখে রঙ বাহার,
বাসিফুলে গাঁথি নিত্য যে মালা
মনে হয় মণিহার!
দুঃখ ছাপিয়ে সুখের জোয়ারে
দু'কূল ভেসে যায়,
হোক না আঁধার গভীর যতোই
আলো তবু ধরা দেয়!
ঝরাপাতা শাখে সময়ের আগে
জেগে ওঠে কিশলয়,
নির্ঘুম রাতে তারাদের সাথে
স্বপ্নেরা কথা কয়!


ভুগে যেতে চাই এমন রোগে যে
অনিবার আমরণ,
অসুখের মাঝে সুখের ঠিকানা...
অবাধ বিচরণ!