এখানে আকাশ বড়ো নয়...আকাশ এখানে দূরে নয়,
এখানে আকাশ ছোঁয়া যায়!
খেলে না এ আকাশেতে চাঁদ সূর্য তারা...
কালোর মোড়কে মোড়া জগৎ আলোহারা!
সূর্য তবু দয়াময়....উদাসীন কোনো ফাঁক গলে
এক চিলতে আলোর পরশ তবু দিয়ে যায়!
বাতাস এখানে রাখেনি বিশাল আয়োজন
কৃতজ্ঞতা তারও কাছে,কোমল হৃদয় তারও আছে!
সাধ্যমতো সেও দিয়ে যায়...প্রাণটা বাঁচাতে ঠিক যতোটুকু প্রয়োজন!
পৃথিবী এখানে মুঠোয়...বর্গফুটে,
জীবন আছে....স্বাদ নেই যে মোটে!
মন ও হৃদয় মরে গেছে কবে কায়া শুধু তবু বেঁচে রয়,
ওপারের ডাক শুনবে বলে কান পেতে দিন গুনে যায়!
কংক্রীটের ওই চারটি খাতা দিনলিপি শুধু লিখে যায়...
বেদনার নীলে নয়ন  সজলে বেলাশেষের গান রচে যায়!
নিজেই এখানে নিজের আপন নিজেরই কাছে পর,
হারিয়ে যাওয়া জীবন কথায় বন্দী এ স্মৃতিঘর....!