আজ আবার একটা কবিতা
মুক্তির তাড়নায় বিচারের কাঠগড়ায়!
বিচার হবে মন্তব্যের মাপকাঠিতে
দিনে একজনই সুযোগ পাবে নিজেকে প্রমাণের!
শব্দের মায়াজালে নিজের স্বপক্ষ্এ
পেশ করতে হবে যুক্তিপূর্ণ বক্তব্য!
ভাঙতে হবে পাঠক মনের বেড়াজাল,
ছুঁইযে় দিতে হবে ভালোলাগার পরশ,
হৃদয় ভেদ করে যেতে হবে অবাধে!
ব্যর্থ হলে মুক্তি তো ঘটবে কিন্তু
অবহেলার গ্লানি তাড়া করবে প্রতিটি মুহূর্তে,
যেতে হতে পারে সংশোধনাগারে
একটু স্নেহের পরশের আশায় পড়বে দীর্ঘশ্বাস!
এভাবেই নিত্য ঘটে চলেছে কবিতার পরীক্ষা,
খাতার নিঃশব্দ পাতা থেকে
আসরের পাতায় সরব কবিতা,স্বমহিমায়!