কেন যে এসেছি আমি
কেনই বা চলে যাব,
দানা বাঁধে প্রশ্নেরা
সদুত্তর কোথায় পাব?
কাজটা যে কী আমার
সেও তো নেই জানা,
করে চলি যা কিছু
ঠিক কি না জানি না!
আজ ঠিক যা কিছু
কখনও যে সে তো ভুল,
ভুল ভেবে করিনি যা
তাই ছিল নির্ভুল!
সুখ সে তো মরীচিকা
খুঁজে চলি অকারণ,
অবাধ্য দুঃখেরা যে
শোনে না কোনো বারণ!
এগিযে় চলে যে তবু
জীবনের তরী খানি,
সময় যে চলমান
থামবে না কোনোদিনই!
জটিল ধাঁধাটি যেন
জীবনের এই খেলা,
খেলে যাব নিরন্তর
পথ কোনো নেই খোলা!
এরই মাঝে কেউ বসে
সাফল্যের শিখরে,
কেউ বা ব্যর্থ হযে়
নোনা জলে বুক ভরে!
ফলাফল যাই হোক
ক্ষণিকের তরে সবই,
ওপারের ডাকে ফোটে
শূণ্যতার ছবি!
খেলতে খেলতে হঠাৎ কেউ
বলবে এসে কানে কানে,
গেম ইজ ওভার
যেতে হবে সেখানে!
জীবনভর যা কিছু
করে যাব অর্জন,
যাবার বেলায় নির্দ্বিধায়
করতে হবে বর্জন!
কেন যে এসেছি আমি
কেনই বা চলে যাব,
ভেবে হই দিশেহারা
সদুত্তর কোথায় পাব?