তুমি আসবে বলে - মন এখনও ভাবনার জালে বন্দী,
                       ফুলগুলো সব যায়নি তো ঝরে
                       রয়ে গেছে সুগন্ধি!


তুমি আসবে বলে - প্রকৃতি এখনও কানায় কানায় পূর্ণ,
                        ভগ্ন হৃদয় রয়েছে বাকি
                        হয়ে যায়নি তো চূর্ণ!


তুমি আসবে বলে - চলার পথে থমকে দাঁড়ায় আশা,
                        হৃদয় দ্বারে দেয় যে উঁকি
                        পুরোনো সেই ভালোবাসা!


তুমি আসবে বলে - জীবন বীণায় সুর তাল আজও জাগে
                        ছন্দে ছন্দে গানের কলিতে
                        মনে যে দোলা লাগে!


তুমি আসবে বলে - ক্যানভাস আজও রং তুলি হাতে দাঁড়িয়ে,
                        ইচ্ছে হাওয়া নানা অছিলায়
                        দেয় যে মনকে নাড়িয়ে!


তুমি আসবে বলে - দুঃখ সুখের সেই তো পুরোনো ঠিকানা,
                       জমে থাকা মেঘ পুরোনো নিয়মে
                       ঝরে যেতে আর চায় না!


তুমি আসবে বলে - কথারা এখনও হারিয়ে তো সব যায়নি,
                        কৃষ্ণচূড়ায় ঠেস দিয়ে প্রেম
                        চোখে চোখ রেখে হাসেনি!  


তুমি আসবে বলে - শূণ্য পাতা বসে আজও পথ চেয়ে,
                        জীবন ভেলায় ভাসছে ভাবনা
                        আশার প্রদীপ জ্বালিয়ে!


(কবিতার উদ্দেশ্যে)