"এসো মা লক্ষ্মী বসো ঘরে"
গরীবের ঐ কুটির মাগো
দাওনা আলোয় ভরে!
সুখের প্রদীপ জ্বালো মাগো
দুখী জনের ঘরে,
শূণ্য ঝাঁপি দাও ভরে মা
একটু বাঁচার তরে!
ক্ষুধার জ্বালায় ওরা যে সব
করছে হাহাকার,
দাও না ওদের পেটটি পুরে
খাওয়ার অধিকার!


নিয়ে এসো তুমি মাগো
তোমার দয়ার বন্যা,
তোমার মায়ার স্পর্শে থামাও
পথশিশুর কান্না!
মনের ঘড়া দাও ভরিয়ে
ভালোবাসার মোহরে,
জগতটাকে দাও মা ঢেকে
শান্তি সুখের চাদরে!
তোমার তরে সাজছে যে আজ
রঙীন পদ্মাসন,
নবরূপে এসো মা তুমি
দৈন্যেরে দাও অন্ন বসন!