কোনো এক রাতজাগা পাখি
কেঁদেছিল খুব
হয়তো বা মুছেছিল....
পৃথিবীর ভেজা আঁখি,
করেছিল হয়তো বা বৃথা ডাকাডাকি!


কোন রাত...?
সেই রাত...
ষে রাতে মানবতা হয়েছিল খুন,
ঝরে যাওয়া ফুলের শোকে কেঁদেছিল ফাগুন!
রক্তাক্ত কৃষ্ণচূড়া,প্রতিবাদী পলাশ আগুনঝরা,
দু'হাতে কচলে দেওয়া হয়েছিল হৃদপিন্ড...
বইছিল নিঃশব্দে মানবতার রক্তধারা!
কথা ছিল যে ফুল ফুটবে প্রভাতে
কুঁড়িটাকে কারা যেন ছিঁড়ে নিল রাতে!
দেখেছিল রাত জাগা পাখি....
অসহায় পৃথিবীর সাথে!


রাত শেষে সকালে...
কারা যেন গেল বলে,
দুটি ডানা বহুদূর ভেসে চলে
দীঘির ঐ রক্তিম জলে...!


জীবন মানে কি তবে শুধু এক ফাঁকি...?
শেষ বার ডেকেছিল...
রাত জাগা কোনো এক পাখি...!