"সেদিন দু'জনে দুলেছিনু বনে"
তুমি আমি চাঁদ আর কেউ ছিল না!
স্বপ্ন জড়ানো চোখে হাতটি তোমার হাতে
ফুল ডোরে বাঁধা ছিল প্রেম ঝুলনা!
জোনাকীর আলো মেখে স্বপ্ন এঁকেছি সুখে
রাত জাগা মিটিমিটি তারাদের ঘুম চোখে!
ইচ্ছেরা সুর হয়ে ঝিঁঝিঁদের কলতানে
মায়াবী সে রাতে শুধু ভালোবাসা ছিল গানে!
কত কথা কানে কানে হয়েছিল আনমনে
দখিনা বাতাস দোলা দিয়েছিল ক্ষণে ক্ষণে!


আজও চাঁদ তারা আছে,জোনাকীরও আলো আছে
আমি আছি তুমি আছো আছে সেই ঝুলনা,
ঝরে যাওয়া ফুল শুধু মালা যে আর হল না!
দু'জনার দুটি পথ দুটি দিকে গেছে চলে
সুখময় স্মৃতি আজও নিরালায় কথা বলে!
জানি না কোন সে ভুলে এক হওয়া হলো না
সেদিন যা ছিল সে কী শুধু তবে ছলনা?