শৌখিন কবি আর শখের কবিতা...
কবিতার আসরটি আলোময় সবিতা!


ভাবনারা পাখা মেলে
যেন সুখী প্রজাপতি,
নেই তো নিষেধ মানা
উড়ে চলে এতি উতি!
কখনো স্বপ্নহারা
কখনো স্বপ্ন দেখা,
খাঁচার ওই বন্দী পাখি
মেলে যেন মুক্ত পাখা!
দুঃখ সুখের বার্তা নিয়ে
বেড়ায় শুধু উড়ে উড়ে,
আসর যে মুখরিত
আবেগের সুরে সুরে!


পাঠক যদি না হয় রাজি
মতামত যদি না কভু আসে,
এই আসরের পাতাখানি
থাকে সদাই কবিতার পাশে!
নতুন করে স্বপ্ন দেখায়
ভাবতে শেখায় বারে বারে,
ফিরে আসে কবি কবিতার সাথে
বুকে আশা বেঁধে এই আসরে!