এরপর ছেড়ে যাওয়াটা খুব সহজ হয়ে যায়
তবে আর কেন?
সব পিছুটান উপেক্ষা করে, আলগা বাঁধন ছিঁড়ে
চৌকাঠ পেরিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট কারণ।
আর ফিরে তাকানো নয়,কোনো ডাকে সাড়া নয়,
আর শোনা নয় কোনো বারণ।


শুধু বড্ড কঠিন হয়ে যায় এরপরেও থেকে যাওয়াটা,
অনেকটা সময়ের লগ্নি,তিল তিল করে গড়ে তোলা ইমারত
ভাঙতে দিলে তো দেওয়াই যায়।
দেওয়াল জুড়ে ক্ষতগুলো যতটা সম্ভব সারিয়ে
এলোমেলো ঘর সাজিয়ে গুছিয়ে চৌকাঠের এপারে দাঁড়িয়ে যাওয়াটাই শুধু বড় কঠিন।


বুদ্ধিমত্তার জোরে যা কিছু কঠিন সহজ করে তুলে
কোনো দক্ষ হাতের মেধাবী কলম তবু যদি লিখতে পারে
আরও একটা কালজয়ী উপন্যাস...!