দম বন্ধ করা স্মৃতিবাক্সে
বন্দী করি না স্বপ্নগুলোকে...
রচনা করি না বিনিদ্র রাত-কাহিনী
নিঝুম নিশির ডাকে...!
মেঘ যখন রাঙা হয়
বেলাশেষের অস্তরাগে,
আলতো করে বিছিয়ে দিই ওদের
মেঘেদের বুকে...
কানে কানে বলি,
খুঁজে নিস বাঁচার ঠিকানা...
অন্য কারও চোখে,
থাকিস সেখানে বসন্ত ছোঁয়ায়
চৈত্র বা বৈশাখে!