প্রতিদিন কত শত পা এসে
মাড়িয়ে দিয়ে যায়
ওদেরও প্রাণ আছে ওরাও খুব নরম।
পরদিন সকালে দিব্যি আবার শিশির মেখে গায়ে
আগের মতোই সবুজ হয়ে
মাঠ জুড়ে হাসে মিঠেল রোদেলা আমেজে
খেলে যায় ঘাস ফড়িং-এর দল।।
আবারো আসে পথচারীদের দল,দলিত হয় আবারো,
কতটা সহনশীল হলে এতটা বিনয়ী আদলে
সবুজ হয়ে থাকা যায় আমরণ
হয়তো তুমিও জানো না...জানা নেই আমারো!