আকন্ঠ পিপাসা
সমুদ্র ডাকে...আয়,
বালুকার তটে ছুটছি...কেবল ছুটছি
দিশাহীন শব্দটা ভীষণ খাটে
সাগর সন্নিকটে,
কেন সাড়া দিই বার বার?
অবাধ্য হয় আশ...যখন দিগন্তে প্রতিভাস
শেষের ছবিতে সেই চেনা পরিহাস!