বাতাসেতে শিউলির গন্ধ
মন-প্রাণে সুর তোলে ছন্দ,
আয় তোরা ছুটে আয়
ছেলে বুড়ো সব্বাই,
উৎসবে মাতি আজ
বিভেদকে দূরে ঠেলে
ভুলে দ্বিধা দ্বন্দ্ব!
কাশ বনে লাগে দোল
মনের দরজা খোল,
মুছে দিয়ে সব গ্লানি
হৃদয়ের ডাক শুনি!
মানুষকে ভালোবেসে
এক সুরে গাই গান,
মায়ের চরণে আজ
সঁপে দেব মন-প্রাণ!
মুঠোতে সাজিয়ে প্রেম
দেব আজ অঞ্জলি,
কাল ভোরে হবো ফুল
স্বপ্ন দেখছে কলি!