এ কোন নষ্ট খেলা
মঈন তাজ

কেন এ নিঠুর হত্যাযঙ্গ
কেন এ ধ্বংসলিলা।
নিপীড়ন আর নির্যাতনের
এ কোন নষ্ট খেলা।

অর্থ বিত্ত সম্ভ্রমে আজ
মানবতা যায় দোলে।
মানবতা আজ জ্বলে পুড়ে ছাই
ক্ষমতার দাবানলে।

লাশের পরে লাশ জমা হয়
অসহায় জনতার।
খুন ধর্ষন লুন্ঠনের
এ কোন অত্যাচার?

বিপন্ন আজ মানবতা
দু'পায়ে যাও দোলে।
জবাব তোমায় দিতেই হবে
ইতিহাস তাই বলে।

অত্যাচারী শাসক যারা
করে মিথ্যাচার।
জনগনের কাঠগড়াতে
হবেই তার বিচার।

ঢাকা
০২/১০/১৭