অনিন্দিতা আমাকে বলেছিল
মঈন তাজ

আনন্দ  নিরানন্দ বেদনাবিধুর কত ছন্দ,
কতই না বৃত্তে রচিত হয় কবিতা,
ভালো কিবা মন্দ।
প্রকৃতি প্রেম ভালোবাসা আশা হতাশা দূরাশা,
ইতিহাস ঐতিহ্যের কত কথা।
ব্যক্ত অব্যক্ত তিক্ত সিক্ত মানব মনের কত ব্যথা।

তাল লয় ছন্দে মায়াবী মনের আনন্দে
কবিতায় ভেসে উঠে কত ছবি।
অনিন্দিতা আমাকে বলেছিল,
জীবনের কবিতা কোন বৃত্তে লেখা হয় কবি?

আমি বোকার মত হেসেছিলাম মাত্র,
তাঁকে বলতে পারিনি আমি,
কোন বৃত্তে রচিত হয়,
কোন অক্ষরে খচিত হয়,
জীবনের কবিতা।

শুধু মনে মনে বলেছিলাম
জীবন এক অভেদ্য মায়ার মুকুর
যেখানে ভবিষ্যতের জলছবি দেখে
কেটে যায় মায়াবি জীবন.............

যশোর
২৮/০৭/২০