বাঁচার আকুতি
মঈন তাজ

শুধু বাঁচার আকুতি নিয়ে জড়ো হয়
শত শত রহিঙ্গা কাফেলা।
নাফ নদী তীরে কিংবা সাগর পাড়ে
অসহায় মানুষের মেলা।

প্রানের ভয়ে ছুটে চলে ওরা
অনিশ্চত গন্তব্যের দিকে।
প্রিয় মাতৃ ভূমি সাজানো সংসার রঙ্গিন স্বপ্ন
সব আজ ফিকে।

পাশবিক নির্যাতনের ভয়ে
হাতে প্রান নিয়ে দিতে হয় সাগর পাড়ি।
নৌকা ডুবে মরে জলে চুবে
সাগর পাড়ে শত শত লাশের সারি।

কত অসহায়? কত নিরুপায়?
কত নির্মমতার শিকার ওরা।
কাদা মাটির আল ধরে সব কিছু ছেড়ে
সীমান্ত পাড়ি দেয় যারা।

ভীত সন্ত্রস্ত অসহায় মানুষের
উদ্বিগ্ন দেল।
পেছনে তাক করে থাকে
বর্বর বর্মী বাহিনীর হিংস্র রাইফেল।

ঢাকা
১১/১০/১৭