বিরহ দহন
মঈন তাজ


একাকী বসে জানালার পাশে
কি কথা ভাবিছো মনে?
বিরহ নয়নে আকাশের পানে
না বলা কথা ঝরে ঐ নয়নে?


কি আবেশে ভেসে যাও দূর আকাশে
নীলিমার ঐ নীলে।
কার কথা ভেবে কাঁদিছো নিরবে
কি ব্যথা জাগিছে দিলে?


ঐ দূর বনে সন্ধ্যার ক্ষণে
গোধূলির আলোছায়া
মায়া ভরা মন ভরে দু নয়ন
বুকে জমে শুধু বিষাদের ছায়া।


নেই কোন ছল করে কোলাহল
পাখিরা ফিরে নীড়ে।
পথ পানে চেয়ে বেলা যায় বয়ে
সে কেন আসেনা ফিরে?


পোড়ে শুধু মন বিরহ দহন
হয়না তা পুড়ে ছাই।
এ দহন জ্বালা হয় রে উতলা
এ মনের ব্যথা কি দিয়ে বুঝাই।


ঢাকা
২২/০৪/১৯
Copyright©মঈন তাজ©