এক মহাবিপ্লবী
মঈন তাজ

এক মহাবিপ্লবীর কথা বলছি,
যার আলিফ আঙ্গুলী দেখেছিলো বিশ্ববাসী।
যার বজ্র ধ্বনিতে কেঁপেছিল
পূর্ব থেকে পশ্চিম।

এক অবিসংবাদিত নেতার কথা বলছি,
যার নেতৃত্বে একত্রিত হয়েছিল বাঙালি জাতি।
সমস্ত মুক্তিকামী মানুষ
সকল বিভেদ ভুলে
এসেছিলো সব
একই পতাকা তলে।

এক মহান দেশপ্রেমিকের কথা বলছি,
যার সমস্ত সত্তা জুড়ে ছিলো
মাটি ও মানুষের প্রেম।
যিনি দেশ মাটি ও মানুষকে ভালোবেসে
উৎসর্গ করেছেন জীবন।

এক মহান প্রেমিকের কথা বলছি,
যিনি মানুষ কে ভালোবেসেছেন
দুঃখী জনের দুঃখ দেখেছেন
তার অন্তরে ঢুকে।

এক অসীম সাহসী নেতার কথা বলছি,
যার দুঃসাহসিক নেতৃত্বে
স্বাধীনতার সূর্য উঠেছিল
বাংলার আকাশে।
পরাধীনতার গ্লাণি থেকে
মুক্তি পেয়েছিল বাংলার মানুষ।

রক্ত চক্ষু উপেক্ষা করা নেতার কথা বলছি,
উজাড় করা নেতৃত্ব যার
নিবেদিত যার প্রাণ।
তিনি বাংলার স্থপতি
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।

যশোর
১৩/১১/১৯