ফোকলা বুড়ী
মঈন তাজ

চাঁদের মত ফোকলা দাঁতে
খুকু সোনা হাসে
মিষ্টি মুখের হাসি যে তার
সবাই ভালোবাসে।

গোলাপ ঠোঁটের হাসি যেনো
জোছনা হয়ে ঝরে
সবাই বলে ঐ আকাশের
চাঁদ এসেছে ঘরে।

দাদা বলে ফোকলা খুকি
বাসি তোরে ভালো
দাদি বলে চাঁদনী বুড়ী
ঘর করেছিস আলো।

ফোকলা বুড়ী ফক্ ফকিয়ে
বলে কত ছড়া
আনন্দে তাই মন ভরে যায়
লাগে মনোহরা।

কোনটি ছড়া আধো বলে
কোনটি বলে গোটা
মজা করে শুনে সবাই
দেয়না কেহ খোঁটা।

যশোর
২৮/০২/২০