হিসাবের খেরোখাতা
মঈন তাজ

ছিলোনাতো কেউ সাথে
এসেছিলে যবে,
খালি হাতে এসেছিলে
দেখে ছিলো সবে।

বেশি দিন রবেনাতো
মায়াভরা ভবে,
সব কিছু রেখে দিয়ে
চলে যেতে হবে।

ভালো কাজে দুনিয়াতে
যত হবে রত,
ইহকালে পরকালে
সুখী হবে তত।

নেকি বদী  যা করেছো
তাই সাথে যাবে,
হিসাবের খেরোখাতা
আখিরাতে পাবে।

শুধু শুধু ছুটাছুটি
আলেয়ার পিছে,
ভেবে দেখো এ জগত
ষোলোআনা মিছে।

ঢাকা
০৬/১২/২১