জীবিকার সন্ধানে
মঈন তাজ

যেতে হবে আজ,
এই সবুজ শ্যামল সুশোভিত গ্রাম ছেড়ে,
মায়া মমতা ভরা সুরভিত মায়ের কোল ছেড়ে।

জীবন ও জীবিকার সন্ধানে,
কষ্ট বেদনার বন্ধনে
মায়ার বাঁধন ছিড়ে,
যেতে হবে আজ ঐ মায়া মমতাহীন শহরে।

এই শহরে অসংখ্য মানুষের বসবাস,
কারো হা-হুতাশ,
কারো দীর্ঘশ্বাস,
কেউ করে আনন্দ উল্লাস।

এখানে টাকার খেলা,
টাকা ছাড়া মিলে না এক ফোটা জল,
এরই নাম শহর,
যেখানে টাকা ছাড়া জীবন অচল।

শহরে আধুনিক সুযোগ সুবিধা আছে,
সভ্যতার অনুদান বটে,
কিন্তু...
অসভ্যতার উগ্র গন্ধও আছে তাতে।

গ্রামে সুখ আছে সাচ্ছন্দ্য আছে,
আছে কষ্টের ভাগাভাগি।
শান্তি আছে সৌহার্দ্য আছে,
আছে সম্প্রীতির বসবাস,
এখানে পাওয়া যায়
অবারিত সবুজের কোমল বাতাস,
বুক ভরা শ্বাস।

ঢাকা
২২/০৬/১৯