জীবন বোধ
মঈন তাজ

সত্যটাকে আগলে ধরি
শৃঙ্খলিত জীবন গড়ি
মানবতা বোধে
ন্যায়ের ঝান্ডা হাতে ধরি
যত অন্যায় পরি হরি
লোভ লালসা রোধে।

সদাই রাখি বিবেক খুলে
মমত্ববোধ না যাই ভুলে
ভালোবাসা মনে
মানব প্রেমে মুগ্ধ হয়ে
শান্তি সুবাস যাবে বয়ে
জীবন অনুক্ষণে।

সুখে দুখে সবার সাথে
বিপদে হাত রাখি হাতে
থাকি মিলেমিশে
করবো নাকো পরের ক্ষতি
একে অন্যের হবো জ্যোতি
হিংসা বিবাদ পিষে।

যশোর
১৯/১২/১৯