জীবনের পণ
মঈন তাজ

ভুল করে ভুল পথে যদি চলে যায়
ক্ষমা করে দিও মোরে ওহে দয়াময়।
কখনো না যায় যেনো বিপদের পথে
মিলেমিশে থাকি যেনো সকলের সাথে।

সৎ পথ থেকে যেনো না হই বিমুখ
অসৎ আঁধার পথে নাহি খুঁজি সুখ।
কভু নাহি হই কারো দুখের কারণ
পর উপকারে যেনো হই উচাটন।

সজ্ঞানে নাহি কারো অনিষ্ঠ করি
সকলের সাথে চলি হাতে হাত ধরি।
নষ্ট না করি যেনো মানুষের হক
মোর হতে কেউ যেনো নাহি পায় শক।

ঝগড়া বিবাদে মন সামলিয়ে চলি
সকলের সাথে যেনো হেসে কথা বলি।
লোভ লালসায় কভু না হই বিভোর
তুষ্টিতে ভরে যেনো এই অন্তর।

পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন
সকলের কাছে যেনো হই প্রিয়জন।
বেদনার বিষ কাঁটা কভু নাহি আসে
বিধাতারে স্বরিঃ যেনো প্রতি নিঃশ্বাসে।

গুরুজনে সদা যেনো করি সম্মান
সুশোভিত শিক্ষায় দেয় মন প্রাণ।
অহিংস থাকে যেনো এই তনু মন
এই হোক আমাদের জীবনের পণ।

প্রার্থনা করি সেই মহানের কাছে
যার হাতে সব কিছু মরে আর বাঁচে।
যার ইশারায় হলো বিশ্ব জাহান
নত শিরে তাঁর কাছে সপে দেই প্রাণ।

যশোর
০৮/০১/২০