কুড়িপাইকা গ্রাম
মঈন তাজ

আঁকাবাঁকা মেঠোপথ দুই ধারে গাছ,
শাখে শাখে ফুলফল পাখিদের নাচ।
গান গায় মধুকর পাখির কুজন,
কুড়িপাইকা গ্রাম যেনো প্রাণের সুজন।

রাস্তার দুই ধারে নানা বনফুল,
উথলিয়া ওঠে জল নদীর দুকূল।
শরতের কাশফুলে অপরূপ শোভা,
রূপে রসে কুড়িপাইকা অতি মনোলোভা।

চাম্বল গাছ যেনো ছুয়েছে আকাশ,
দোলা দিয়ে যায় মনে হিমেল বাতাস।
সবুজের সমারোহ জুড়ায় লোচন,
দেখে ভারি মজা লাগে হোগলা'র বন।

বিমুগ্ধ করে মন ফসলের মাঠ,
রাস্তার পাশে বসে ছোটছোট হাট।
হাট থেকে কেনাকাটা করে লোকজন,
মিটে যায় ছোটখাটো সব প্রয়োজন।

মিলেমিশে থাকে সব আত্মীয় স্বজন,
প্রাণে প্রাণে বাঁধা থাকে নেই বিভাজন।
পাশ দিয়ে বয়ে গেছে নদী অবিরাম,
সুন্দর মনোরম কুড়িপাইকা গ্রাম।

২৪/০৬/২৩
পটুয়াখালী,বরিশাল