মমতাজ
মঈন তাজ

মমতাজ
নেই সাজ
তবু লাগে সুন্দর।
মধুমাখা হাসি তার
কেঁড়ে নেয় অন্তর।

মমতাজ
ভারি লাজ
লজ্জাতে লাল হয়,
কচি মন বুঝেনা সে
ভালোবাসা কারে কয়।

মমতাজ
নেই কাজ
বসে করে আল্পনা,
সুবাসিত মনে তার
নানাবিধ কল্পনা।

মমতাজ
বলি আজ
তুমি বড় মায়াবিনী,
কালো দুটি আঁখি যেনো
চলে যায় তীর হানি।

মমতাজ
নেই ঝাঁঝ
মধু মাখা হাসি তার,
পুষ্পের হাসি যেনো
তার কাছে মানে হার।

মমতাজ
করে রাজ
সুন্দর কথা দিয়ে,
জানিনাতো সুহাসিনী
করবে সে কারে বিয়ে?

মমতাজ
পড়ে তাজ
হও তুমি গরবিনী
সুখে থেকো ভালো থেকো
ওহে প্রিয় সুকেশিনী।

যশোর
১৯/০৮/২১