প্রেমালাপন
মঈন তাজ

ছেলেঃ-

তোমায় সখি ভালোবাসি
বলতে পারিনা যে
বলতে গেলে শরম করে
লাল হয়ে যাই লাজে।

মেয়েঃ-

ভালই যদি বাসো তুমি
লজ্জা কেন তবে
মুখের কথা বুকে রেখে
কষ্ট শুধু হবে।

ছেলেঃ-

মুখের কথা বুকে রেখে
কষ্ট নিয়ে থাকি
দিনে রাতে তোমার ছবি
বুকের মাঝে আঁকি।

মেয়েঃ-

বুকের কথা বুকে রেখে
লাভ কি হবে সখা
কেউ যদি হায় যায় নিয়ে গো
তুমি হবে একা।

ছেলেঃ-

আর বলোনা ওলো সখি
তোমায় নেবো ঘরে
সারা জনম রাখবো তোমায়
আমার হৃদয় পরে।

মেয়েঃ-

এতই যদি ভালোবাসো
থাকো কেন দূরে
হৃদয় ছোঁয়া প্রেমের বাঁশি
বাজাও মধুর সুরে।

ছেলেঃ-

এইতো সখি তোমায় ছুঁয়ে
আজকে দিলাম কথা
দু'জন মিলে ঘর বাঁধিব
জুড়াবে সব ব্যাথা।

মেয়েঃ-

আজকে দিনের কথা সখা
থাকে যেনো মনে
আমার জীবন সঁপে দিলাম
আজকে তোমার সনে।

ছেলেঃ-

ধন্য হলাম পূর্ণ হলাম
তোমার কথা শুনে
সাজিয়ে দেবে আমার জীবন
তোমার সকল গুণে।

মেয়েঃ-

এ সংসারে তুমি হবে
গুণবান সে পতি
তুমি যদি পাশে থাকো
সুখী হবো অতি।

যশোর
০৯/১২/১৯